কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রংপুর জেলা ও মহানগর বিএনপি। এসময় সমাবেশ থেকে কেন্দ্রীয় নেতাদের ধীরগতির আন্দোলনে দলীয় প্রধানের মুক্তি হচ্ছে না বলে অভিযোগ তোলা হয়।
আজ শনিবার দুপুরে রংপুর মহানগরীর গ্রান্ড হোটেল মোড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে দলীয় কার্যালয় থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে তাতে বাধা দেয় পুলিশ।
পুলিশি বাধায় সড়কে নামতে না পেরে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিএনপি। প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মিজু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক রইচ আহম্মেদ, জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মামুনার রশিদ মামুন, মহানগর বিএনপির সহ-সভাপতি সুলতান আলম বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ উন নবী খান বিপ্লব প্রমুখ।
এসময় কেন্দ্রীয় নেতাদের ধীরগতির আন্দোলনের কারণে খালেদা জিয়ার মুক্তি হচ্ছে না বলে বিএনপি নেতারা অভিযোগ করেন। দ্রুত সময়ের মধ্যে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও দাবি জানান তারা।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ