স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জাহাঙ্গীর আলম নামের এক স্বামী (৩০)। মৃত জাহাঙ্গীর আলম টাঙ্গাইলের গোপালপুর উপজেলার উড়িয়াবাড়ি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।
মঙ্গলবার দুপুরে ভূঞাপুর উপজেলার রাজাপুর গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের রাজাপুর গ্রামের হায়দার আলীর মেয়েকে বিয়ে করে শ্বশুরবাড়িতে বসবাস করতেন জাহাঙ্গীর আলম। এরই মধ্যে রাজাপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে আমিনুর বাবুর সঙ্গে পরকীয়ায় জড়ান জাহাঙ্গীরের স্ত্রী। এ নিয়ে গ্রামে সালিশ বৈঠকও হয়েছে। বৈঠকে আমিনুরকে পরকীয়ার কারণে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছিল। এরপরও আমিনুরের সঙ্গে পরকীয়া অব্যাহত রেখেছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। বার বার অনুরোধ ও ঝগড়া বিবাদ করে স্ত্রীকে পরকীয়া থেকে ফেরাতে না পেরে নিজেই আত্মহত্যা করলেন জাহাঙ্গীর।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জাহাঙ্গীরের মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন