কুমিল্লার লাকসাম প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মোহনা টেলিভিশনের কুমিল্লা জেলা প্রতিনিধি প্রবীণ সাংবাদিক আবুল বাশার খান (৬১) আর নেই। মঙ্গলবার রাত ১১ টায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি লাকসাম উপজেলার নরপাটি গ্রামের মৃত আবদুর রশিদ খানের বড় ছেলে।
জানা যায়, প্রবীণ সাংবাদিক আবুল বাশার দীর্ঘদিন থেকে বিভিন্ন রোগে ভুগছিলেন। তিনি বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার দুপুরের পর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে তাকে কুমিল্লা সিডিপ্যাথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে তাৎক্ষণিক আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। পরিস্থিতি অবনতির দিকে ধাবিত হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।
ঢাকায় নেয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ বাদ জোহর নরপাটি ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সাংবাদিক আবুল বাশার খানের মৃত্যুতে লাকসাম প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল