লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। বুধবার ভোরে মৎস বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ করে।
এসময় ২৫ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য বিভাগ ও কোস্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে উপজেলার জালিয়ার চরের মেঘনা নদী এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড অভিযান পরিচালনা করে। এ সময় ঐ এলাকা থেকে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জাল লোকজনের সামনে আগুনে পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ২৫ কেজি জাটকা ইলিশ স্থানীয় মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।
রায়পুর উপজেলা কন্টিনজেন্ট কমান্ডার মো. সাইফুল আলম বলেন, জাটকা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট বিভাগ তৎপর রয়েছে। নিষিদ্ধ সময়ে কেউ জাটকা ধরলে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। প্রতিদিনের ন্যায় অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/হিমেল