লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় একটি যাত্রীবাহী বাসের চাপায় আনোয়ার হোসেন নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার দুপুরেলালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
নিহত আনোয়ার হোসেন (৪৫) রংপুর উপশহরের কেল্লাবন্দ এলাকার জসিম উদ্দিনের ছেলে।
বিডি-প্রতিদিন/মাহবুব