বগুড়ার নন্দীগ্রামে উপজেলার পল্লীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আসকান আলী ফকির (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে ভাটরা ইউনিয়নের ভরতেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। তিনি ওই গ্রামে মৃত কাশেম আলী ফকিরের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ ঘরের বাতির সুইচ দিতে গিয়ে কৃষক আসকান আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম জুয়েল কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চত করেছেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ