নীলফামারীর সৈয়দপুরে রেলের জায়গা অবৈধভাবে দখলকারী ৩৩ জনের কাছ থেকে লক্ষাধিক টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। এছাড়া সরকারি কাজে বাঁধা দেয়ায় একজনকে সাত দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
পূর্বের দেয়া নোটিশ অনুযায়ী আজ বুধবার সকাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদের দিন থাকলেও দখলকারীদের আবেদনের প্রেক্ষিতে আবারও ১৫ দিনের সময় দেয়া হয়।
সৈয়দপুর শহরের হাওলাদার পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান। এ সময় র্যাব, পুলিশ, রেল পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
রেল বিভাগ জানায়, ১০৩ জনের কাছে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদের দিন নির্ধারিত থাকায় সকাল থেকে অভিযানের প্রস্তুতি শুরু করেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে দখলদাদের আবেদনের প্রেক্ষিতে আবারও ১৫ দিনের সময় দিয়ে অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় সরকারি কাজে বাধা দেওয়ায় নাদিম নামে এক যুবককে সাতদিনের কারাদণ্ড প্রদান করেন আদালত।
বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা নুরুজ্জামান বলেন, রেলের আট’শ একর জমির মধ্যে সাড়ে চার’শ একর জমি অবৈধ দখল হয়ে গেছে। এছাড়া সাড়ে ২২’শ কোয়ার্টারের মধ্যে উনিশ’কোয়ার্টার দখল হয়ে রয়েছে।
তিনি আরও বলেন, ব্রিটিশ আমল থেকে ক্রমান্বয়ে এগুলো দখল হয়ে আসছিল। এ বিষয়ে আগামী ১৫ দিন পর সরকারের নির্দেশনা মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম