সাবেক তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, দেশ থেকে দুর্নীতির অবসান করতে হলে আসল বেগম ও আসল সাহেবদের ধরতে হবে ঝিকে মেরে বউকে শেখালে হবে না। দুর্নীতিবাজ-দলবাজরা ও দুর্নীতির সিন্ডিকেট হচ্ছে অর্থনীতির বিষফোঁড়া এবং ফসল কাটা ইঁদুর।
আজ বুধবার বিকেলে রংপুর জিলা স্কুল অডিটরিয়ামে জেলা জাসদের সম্মেলন ও কাউন্সিলে এসে সাংবাদিকদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, একমাত্র সুশাসন পারে দুর্নীতির অবসান করতে, দলবাজির অবসান করতে এবং দেশটাকে উপরে তুলতে। তাই আমরা মনে করি অসৎ অফিসার, অসৎ রাজনীতিক ও অসৎ ব্যবসায়ী- এই তিন সিন্ডিকেটকে ত্রিমুখী অভিযান দিয়ে ধ্বংস করতে হবে। সে যে দলের জার্সি গায়ে দিক তাকে কারাগারে পাঠাতে হবে তারা মন্ত্রী-এমপি যে হোক, কোনও ছাড় দেয়া হবে না। বাজার সিন্ডিকেট ধ্বংস করে নিত্যপণ্যের বাজার ব্যবস্থাপনা চালু করতে হবে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে জাসদ জেলা সভাপতি সাখাওয়াত হোসেন রাঙ্গার সভাপতিত্বে জাসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা একরামুল হোসেন স্বপন, সাংগঠনিক সম্পাদক গোলাম মারুফ মনাসহ রংপুর জেলা ও মহানগরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক