চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি মাইক্রোবাস থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাইক্রোবাসে থাকা এক নারীসহ তিনজনকে আটক করা হয়। তারা হলেন কুষ্টিয়া মিরপুর উপজেলার মেমনগরের আব্দুল করিমের মেয়ে হামিদা খাতুন (৩৫), দিনাজপুর জেলার পার্বতীপুরের আব্দুল জলিলের ছেলে ইউসুফ আলী (৩২) ও ফরিদপুর জেলার সমসোপুরের মৃত সোহরাব লস্করের ছেলে রিপন আলী (৩০)।
বুধবার ভোরে আলমডাঙ্গার ওসমানপুর এলাকায় পুলিশের একটি টহল দল গাড়িটি আটক করে বলে নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গাজী শামীমুল হক।
তিনি জানান, বুধবার সকালে কুষ্টিয়ার মিরপুর এলাকা থেকে একটি মাইক্রোবাস আলমডাঙ্গা ওসমানপুর এলাকায় প্রবেশ করে। এ সময় পুলিশের একটি টহল দল সেখানে অবস্থান করছিলো। ঘটনাস্থলে পুলিশের গাড়ি দেখে এক ব্যক্তি মাইক্রোবাস থেকে নেমে পালিয়ে যায়। এতে পুলিশের সন্দেহ হলে পুলিশ মাইক্রোবাসটি তল্লাশি করে দুটি প্যাকেটে মোড়ানো অবস্থায় চার কেজি গাঁজা উদ্ধার করা করে।
বিডি-প্রতিদিন/মাহবুব