ঢাকার ধামরাই পৌর এলাকার সেই বেইলি ব্রিজে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে একটি লরি ব্রিজে উঠলে বিকট শব্দে সেতুর নিচে পাটাতন ফেটে যায়। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিকভাবে পৌরসভার ১ নম্বর কাউন্সিলর আরিফুল ইসলাম দুর্ঘটনা এড়াতে ব্রিজের সামনে বাঁশ বেঁধে যান চলাচল বন্ধ করে দেন। পরে উপজেলা এলজিইডি অফিসের উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান ঘটনাস্থলে যান এবং যান চলাচল বন্ধ রাখার নির্দেশ দেন।
উল্লখ্য, গত ২৯ জানুয়ারি বাংলাদেশ প্রতিদিনের অনলাইনে ‘বিকল্প রাস্তা নির্মাণ না করে সেতুর কাজ শুরু ধামরাইয়ে ব্যাপক যানজট’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
জানা যায়, বংশী নদীতে বিকল্প সড়ক তৈরি না করে সেতু নির্মাণের ফলে পৌর বাজারে ব্যস্ততম সড়ক দিয়ে বেশি ওজনের গাড়ি ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ দিয়ে চলাচল শুরু করে। বুধবার লরি ব্রিজে উঠার পর পাটাতন ফেটে যায়। তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
পৌরসভার মেয়র গোলাম কবির জানান, আমি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি, যে কোনো সময় বেইলি ব্রিজ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু তারা এদিকে নজর দেয়নি। আজ এই বেইলি ব্রিজে বড় ধরনের দুর্ঘটনা না ঘটলেও টাঙ্গাইল, গাজীপুরসহ কয়েকটি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন