সিদ্ধিরগঞ্জে থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকের ওপর হামলা চালিয়ে ৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওসমান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত বাকি সন্ত্রাসীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কামরুল ফারুক জানান, রাজুকে মারধরের ঘটনায় একটি অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার