পটুয়াখালীর গলাচিপায় শিশুরা ব্যাপকহারে বমি, পাতলা পায়খানা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ও মহিলা ওয়ার্ড ঘুরে দেখা গেছে, বমি, পাতলা পায়খানা ও ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা বেড়েছে। বরাদ্দ করা বেড ধারণ ক্ষমতার বাইরে যাওয়ায় রোগীদের স্বাস্থ্য কমপ্লেক্সের ফ্লোরে স্থান নিতে হচ্ছে। বেশিরভাগ রোগীই বমি ও পাতলা পায়খানায় আক্রান্ত শিশু। কিছু শিশুর বমির সঙ্গে রক্তক্ষরণ হচ্ছে। তবে ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব এখন কিছুটা কম।
রোগাক্রান্ত শিশুদের মায়েরা বলছেন, শিশুরা ঘনঘন বমি ও পাতলা পায়খানার কারণে দুর্বল হয়ে পড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন ধরনের কোনো ভাইরাসজনিত রোগের কারণে হয়তো এটা হচ্ছে বলে তাদের ধারণা।
এ ব্যাপারে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডা. মো. মোস্তফা সিকদার বলেন, হঠাৎ করে শিশুদের বমি ও পাতলা পায়খানার প্রাদুর্ভাব চরম আকার ধারণ করেছে। এটা হয়তো নতুন ধরনের ভাইরাসজনিত রোগ। শিশুদের আমরা কঠোর নজরদারিতে রেখে চিকিৎসা চালিয়ে যাচ্ছি। এটা আবহাওয়া পরিবর্তনের কারণেও হতে পারে। এখন অবশ্য শিশুদের ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব কমে গেছে।
বিডি প্রতিদিন/আল আমীন