ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র্যাবের অভিযানে আটক ৫ মাদকসেবী ও কারবারিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে পৌর এলাকার রেলওয়ে পূর্ব কলোনিতে অভিযান চালায় র্যাব-১৪ ভৈরবের একটি দল।
এ সময় তাদের কাছ থেকে দুই হাজার লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার রেইনা।
দণ্ডপ্রাপ্তরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশাল গ্রামের জাহাঙ্গীর মিয়া (৫৫), আব্দুর আওয়াল (৪৭), কোড়াবাড়ি গ্রামের আলমগীর মিয়া (৫০), রেলওয়ে পূর্ব কলোনির নজরুল ইসলাম (৩৫) ও ভৈরবের পঞ্চবটির রুবেল (৩৫)। অভিযানে চোলাই মদ রাখার দায়ে ব্যবসায়ী আলমগীর মিয়াকে এক মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া মাদকসেবী বাকী ৪ জনের প্রত্যেককে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে প্রত্যেককে আরও সাতদিনের জেল দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার রেইনা বলেন, যে কোনো মূল্যে আখাউড়াকে মাদকমুক্ত করা হবে। মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক