গাজীপুরের কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ৩ ইটভাটা মালিককে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার দিনব্যাপী কাপাসিয়া উপজেলার তরগাঁও ধলাগড়, সনমানিয়া ও মামুরদী হাসানপুর এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
অভিযানে জরিমানাসহ ওই তিন অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয় পরিবেশ অধিদপ্তর। অভিযানে পরিবেশ অধিদপ্তর গাজীপুর জেলা কার্যালয় সার্বিক সহযোগিতা করে।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ধলাগড়, সনমানিয়া ও মামুরদী হাসানপুর এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ। এ সময় উত্তর খামের এলাকার মেসার্স এইচ এস ব্রিকস, সনমানিয়া এলাকার ফাহাদ এন্ড কোং (এফএনসি) এবং ধানদিয়া এলাকার আর এল ব্রিকসকে এস্কেভেটর মেশিনের সাহায্যে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় ও ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে এসব ইটভাটাগুলোর মালিকদেরকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন