বরিশালের বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে সড়কের পাশ থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে বরিশাল-লাকুটিয়া সড়কের রেইন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি এলাকা থেকে উদ্ধারকৃত শিশুটির দেহে পচন ধরেছে। শিশুটির যৌনাঙ্গ বিকৃত থাকায় ছেলে না মেয়ে প্রাথমিকভাবে তা সনাক্ত করতে পারেনি পুলিশ।
নগরীর বিমান বন্দর থানার ওসি জাহিদ বিন আলম বলেন, রেইন্ট্রিতলা ও বটতলার মাঝামাঝি স্থানে রাস্তার পাশে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
ওসির ধারনা সদ্যজাত শিশুটি অবৈধভাবে গর্ভপাত ঘটিয়ে দু-একদিন পূর্বে কেউ লোকচক্ষুর অন্তরালে ফেলে রেখে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন ওসি।
বিডি প্রতিদিন/হিমেল