ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তৈয়ব আলী (৪০) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যার পর লাশ মাটিচাপা রেখে পালিয়েছে দুর্বৃত্তরা।
আজ রবিবার সকালে উপজেলার গোগর ঝাড়বাড়ি এলাকা থেকে তৈয়ব আলী নামে ওই ব্যবসায়ীর মরদেহ মাটি খুঁড়ে উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।
পুলিশ জানায়, নিহত তৈয়ব আলী একজন গরু ব্যবসায়ী। তিনি শনিবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হওয়ার পরে আর বাসায় ফেরেননি। গভীর রাত পর্যন্ত সে বাসায় না ফেরাতে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। পরে সকালে প্রতিবেশীরা গম ক্ষেতে তার রক্তে মাখানো জামা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মাটি খুঁড়ে তার লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান জানান, বিষয়টি তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ