নীলফামারীতে প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ ২০১৮ এ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী সবাইকে নিয়োগের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের চৌরঙ্গি মোড় স্বাধীনতা স্মৃতি অম্লান চত্বরে এই কর্মসূচি পালন করা হয় প্যানেল বাস্তবায়ন জেলা কমিটির উদ্যোগে।
এসময় বক্তব্য দেন হুমায়ুন রশিদ বিপ্লব, মনিরুজ্জামান মনির, দিদার রসুল, সব্বির রহমান, শিবলী সাদিক, মহিদুল ইসলাম, সাধনা রাণী রায়, আবু দুলাল, ধঞ্জন জয়।
বক্তারা দাবি করেন, ২০১০ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে সব প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন তাদের প্যানেল গঠন করে নিয়ো দেওয়া হয়েছিলো। ২০১৪ সালেও প্যানেল গঠন করে ৪৩ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়।
বক্তারা বলেন, আমরা দাবি জানাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে ২০১৮ সালে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৭ হাজার ১৪৮ জনকে প্যানেলের মাধ্যমে নিয়োগ দেওয়া হোক। 
দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি  দেওয়া হয়। 
বিডি প্রতিদিন/আল আমীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        