কক্সবাজারের চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে ২টি বসতঘর ও ৩টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। আজ শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের নাপিত পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ওই এলাকার বাসিন্দা বিধান শীল ও ডা. বিকাশ শীলের বসতঘর ও হৃদয় শীলের তিনটি দোকান ঘর পুড়ে যায়। ক্ষতিগ্রস্থ পারিবারের লোকজনের দাবি, তাদের অন্তত অর্ধলক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে ডা. বিধান শীলের ঘরে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে পার্শ্ববর্তী অন্য ঘর ও দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুইটি বসতঘর ও তিনটি দোকানঘর পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি আরও বলেন, সকালে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহযোগিতা করা হবে।
বিডি প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ