নাটোরে রাজশাহীগামী উত্তরা একপ্রেস ট্রেনের সাথে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রলির চালককে গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর রেল ট্রেশনের মাস্টার অশোক কুমার চক্রবর্তী জানান, সোমবার সকাল ১০টা ১৫মিনিটে নাটোর সদর উপজেলার কৈগাড়ি কৃষ্টপুর অরক্ষিত রেলগেট এলাকায় পার্বত্যপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের সাথে বৈদ্যুতিক খুঁটিবাহী ট্রলির সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রলি দুমরে-মুচড়ে গিয়ে চালক হৃদয় হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে।
এসময় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। পরে নাটোর স্টেশন থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে গিয়ে ট্রেনটি উদ্ধার করা হয়। পরে বেলা ১২টার দিকে ট্রেন চলাচাল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ