‘জেনে বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই’ এই প্রতিপাদ্য সামনে নিয়ে সোমবার “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেস ব্রিফিং ও সেমিনার মাগুরা সদর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শোয়াইব আহামাদ খান। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস, ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম বাবুল ফকির, সদর থানার ওসি (তদন্ত) আশরাফুল হক, ভাইস চেয়ারম্যান মিনতি রানী দত্ত প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিদেশ যেতে হলে অবশ্যই নির্দিষ্ট বিষয়ের উপর প্রশিক্ষণ নিয়ে দক্ষ হতে হবে। যে দেশে যাবেন সে দেশের ভাষা শিখতে হবে। যাবার আগে রিক্রুটিং এজেন্সির নিকট থেকে ভিসার ধরন, মেয়াদ, বেতন-বোনাস ও কর্মঘণ্টা সম্পর্কে জেনে বুঝে যাবেন। দক্ষতা বৃদ্ধির জন্য প্রতিটি জেলায় সরকারিভাবে ট্রেনিং সেন্টার আছে। সেখানে আপনাদের পছন্দমত দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ নিতে পারেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন