ভিটেবাড়ির জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারি করে একজন নিহতের ঘটনা ঘটেছে। সোমবার সকালে পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের শিং রোড নুনিয়া পাড়া এলাকায় দুইপক্ষের মারামারিতে এই নিহতের ঘটনা ঘটে। নিহত রবিয়াল ইসলাম ওই গ্রামের তমিজ উদ্দিনের ছেলে।
এ ঘটনায় উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। পুলিশ তিন জনকে আটক করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের আবুবক্কর ছিদ্দিকের সঙ্গে গত তিন মাস ধরে ২৮ শতক জমির মালিকানা নিয়ে দ্বন্ধ চলে আসছিল একই গ্রামের নূর মোস্তফার। এই জমি নিয়ে কোর্টে একটি নিষেধাজ্ঞা মামলাও চলছে। সোমবার সকালে নূর মোস্তফার লোকজন আবুবক্কর ছিদ্দিকের বাড়ির পাশে বেড়া লাগাতে শুরু করলে উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। এসময় দায়ের কোপে ঘটনাস্থলেই বেশ কয়েকজন গুরুতর আহত হয়। পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তী করা হলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষনা করে।
উভয় পক্ষের ৮ জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতরা হলেন- নুর মোস্তফা (৬৫), তার স্ত্রী খুকী বেগম (৫৫) ছেলে ফরিদুল ইসলাম (১৮) আহত হন। অপর পক্ষের আহত হন আবু বক্কর সিদ্দিক (৫৫), স্ত্রী লিলিমা আক্তার (৪৫), ভাতিজা জহিরুল ইসলাম (৩২), রবিউল ইসলাম (৪০) ও উম্মে কুলসুম (৩০)। আহতের স্থানীয়রা পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিয়ালকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এরই মধ্যে পুলিশ নুর মোস্তফা, তার স্ত্রী খুকী ও ছেলে ফরিদুলকে আটক করেছে।
এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
বিডি প্রতিদিন/এ মজুমদার