২ মার্চ, ২০২০ ১৬:৫৬

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনায় জাতীয় ভোটার দিবস পালিত

খুলনায় জাতীয় ভোটর দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরাতন ভোটারদের মাঝে স্মার্ট জাতীয় পরিচয়পত্র ও নতুন ভোটারদের লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

খুলনা সার্কিট হাউজ সম্মেলনকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। 
সিটি মেয়র বলেন, এখন প্রতিবছর নির্দিষ্ট সময়ে জাতীয় ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সঠিক ভোটার তালিকা প্রণয়নের আগে ২০০৭-২০০৮ সালের সাবেক তালিকায় এক কোটি ৩০ লাখ ভোটারের অস্তিত্ব নিয়ে আপত্তি ছিল। এখন ১৮ বছর বয়সের সাথে সাথে প্রত্যেকে সঠিক জাতীয় পরিচয়পত্র পাচ্ছেন।

খুলনার বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত  ডিআইজি মো. হাবিবুর রহমান ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আলমগীর কবীর ও বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। স্বাগত জানান সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলাম।

বিডি প্রতিদিন/মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর