চাকরি স্থায়ীকরণের দাবিতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো) অধীনস্থ মিটার রিডার ও বিল বিতরণকারী কর্মচারীরা কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। সোমবার সকালে সিরাজগঞ্জ বিদ্যুত উন্নয়ন বোর্ডের সামনে অস্থায়ী (পিচরেট) কর্মচারী ঐক্য পরিষদ এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করেন।
কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সাদেক আলী, কামরুজ্জামান সিহাব, নূরুই আলম, বাবুল চন্দ্র রায়, সোহেল রানা প্রমুখ।
এসময় কর্মচারীরা বলেন, প্রায় ১৫-২০ বছর যাবত রাজশাহী ও রংপুর বিভাগের সাত শতাধিক কর্মচারী মিটার রিডার ও বিল বিতরণকারী হিসেবে কাজ করে যাচ্ছে। কিন্তু নেসকো কোম্পানি দায়িত্ব নেয়ার পর চাকরি স্থায়ীকরণের আশ্বাস দিলেও তা না করে উল্টো প্রি-পেইড মিটার প্রতিস্থাপনের প্রক্রিয়া করায় চাকরির অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় গত ৩০ জানুয়ারি থেকে চাকরি স্থায়ী করণের জন্য স্মারকলিপি প্রদান করা হলেও তা বাস্তবায়ন করছে না। এ অবস্থায় দ্রুত ব্যবস্থা গ্রহণ করা না হলে মার্চের ১ ও ২ তারিখে অর্ধদিবস কর্মবিরতি, ৩ তারিখে রাজশাহী নেসকো অফিসে অবস্থান কর্মসূচি, ৪ ও ৫ তারিখে কলম বিরতি, ৮ ও ১০ তারিখে পূর্ণ কলম বিরতি করা হবে। এরপরেও দাবি মানা হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম