ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের লালপুর বাজারে অবৈধভাবে গড়ে উঠা ২০টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এসময় ৪ব্যবসায়ীকে কারাদণ্ড ও ১টি শুটকির গোডাউন সিলগালা করা হয়। সোমবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন।
এসময় উচ্ছেদকৃত দোকানের মালামাল নিলাম বিজ্ঞপ্তির মাধ্যমে ৯০ হাজার টাকায় বিক্রয় করা হয়। কারাদন্ড প্রাপ্তরা হলেন, লালপুরের আবজাল মিয়া, জয়নাল মিয়া, আলকাছ মিয়া ও মাহ আলম মিয়া। এসময় আবজাল মিয়া, জয়নাল মিয়া ও আলকাছ মিয়া ১ বছরের ও মাহ আলম মিয়াকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। তবে এ ঘটনায় আবজাল মিয়া ও জয়নাল মিয়া পলাতক রয়েছে।
আশুগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভিন জানান, তিন মাস ধরে কয়েক দফায় লালপুর বাজারের অবৈধ ব্যবসায়ীদের তাদের স্থাপনা উচ্ছেদ করার জন্য নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা নোটিশ পেয়েও স্থাপনা সরিয়ে নেয়নি। বাজারে অবৈধভাবে গড়ে উঠা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের পাশাপাশি ৪ ব্যবসায়ীকে সাজা ও ১টি শুটকির গোডাউন সিলগালা করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল