রাজধানীর এয়ারপোর্ট হাজীক্যাম্প সংলগ্ন সিভিল এভিয়েশন ময়দান মাঠে ত্বরিকত পন্থী ও আহ্লে সুন্নাত ওয়াল জামায়াত এর আক্বিদায় বিশ্বাসী, দাওয়াতে ইসলামী বাংলাদেশ সংগঠন এর ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী সুন্নাতে ইজতেমা শুরু হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় কোরআন তেলওয়াত এর মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে এ ইজতেমা শুরু হয়, যা আগামী শুক্রবার দুপুরে জুমার জামাত শেষে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে। ইজতেমা ময়দানে দেশের বিভিন্ন আলেম ওলামা ও ধর্মপ্রচারকরা বয়ান করবেন। ইসলাম প্রচার, দ্বীন ও আখেরাত সম্পর্কে হেদায়েতি বয়ান করছেন। এছাড়া নামাজ ,অযু, গোসল ও বিভিন্ন মাছালা শেখানো হবে।
এবিষয়ে দাওয়াতে ইসলামীর যিম্মাদার মুফতি জহিরুল ইসলাম মুজাদ্দেদী ও ইমতিয়াজ আত্তারী বলেন, ৩দিনের এই সুন্নাতেভরা ইজতিমা আজ থেকে শুরু হয়েছে। শুক্রবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে। ইসলাম প্রচারে দাওয়াতে ইসলামীর বিশ্বব্যাপী “ইজতেমা” কর্মসূচির ধারাবাহিকতায় অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের সুন্নাতে ভরা ইজতেমা। আমরা আশা করছি এবারও লাখ লাখ মানুষ এই ইজতেমায় অংশগ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/মাহবুব