ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নববধূকে উত্যক্ত করার অভিযোগে গ্রেফতার তিন ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে শরিফুল ইসলাম হৃদয়কে উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
বুধবার দুপুরে জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে সংবাদ বিজ্ঞপ্তি কপি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শরিফুল ইসলাম হৃদয়কে বহিষ্কারের কথা উল্লেখ করা হয়।
জানা যায়, গত ২৬ ফেব্রুয়ারি উপজেলার ফুলতলী গ্রামের আবুল খায়েরের মেয়ে রাহিমা আক্তার তার স্বামীকে নিয়ে কসবা পৌর শহরের কেনাকাটা করতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় উপজেলার পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক জান্নাতুল মিয়া, উপজেলা ছাত্রলীগ আহ্বায়ক কমিটির সদস্য শরিফুল ইসলাম হৃদয় ও পৌর ছাত্রলীগ সদস্য সাব্বির আহাম্মদ নামে তিন ছাত্রলীগ নেতা উত্যক্ত শুরু করেন। রাহিমা এবং তার স্বামী পাশ কেটে শহরে গেলেও তাদের পিছু ছাড়েননি এই তিন ছাত্রলীগ নেতা। এক পর্যায়ে তাদের আক্রমণ করেন। পরে আত্মরক্ষার্থে কেনাকাটা না করে তারা বাড়িতে চলে যান। সেখানেও হানা দিয়ে এই তিন ছাত্রলীগ নেতা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। রাহিমার স্বামীকে মেরে তাকে নিয়ে যাওয়ার হুমকিও দেওয়ার অভিযোগ উঠে। নিরুপায় রাহিমার বাবা আবুল খায়ের কসবা থানায় ফোন দিলে পুলিশ গিয়ে তাদের গ্রেফতার করে নিয়ে আসে। পরে ওই দিনই পুলিশ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
বিডি-প্রতিদিন/মাহবুব