ব্রাহ্মণবাড়িয়ায় সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ৯টায় বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান ভূঞার সভাতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলার মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবু হোরায়রা।
বিশেষ অতিথি ছিলেন সরকারি মডেল গালর্স উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার, ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদ আহমেদ খান প্রমুখ। প্রতিযোগিতার ৪৯টি ইভেন্টে ৩ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ