ফরিদপুরের চরভদ্রাসনে আর্ন্তজাতিক নারী দিবস-২০২০ উপলক্ষে মহিলা সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা নাসরিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন। সমাবেশে বিভিন্ন শ্রেণি পেশার নারীরা অংশগ্রহণ করেন।
বক্তারা আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে গৃহীত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা ও নারীর সমঅধিকারের বিষয়ে গুরুত্বপূর্ন বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ