আগামী ৮ মার্চ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় শহরের মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট ভবনের সামনের সড়কে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে সমাবেশে বিভিন্ন সামজিক সাংস্কৃতিক ও সরকারি মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠিান এ সমাবেশে অংশ নেয়। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপ পরিচালক ফেরদৌসী বেগম।
এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জাতীয় মহিলা সংস্থার সভাপতি সৈয়দা বিউটি, জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সম্পাদক আলপনা বেগম, মহিলা পরিষদের আফরোজা আক্তার, নারী প্রগতির জেলা ম্যানেজার মৃনাল চক্রবর্তী, স্বাবলম্বীর মাসুম ইবনে জয়নাল, সাংস্কৃতিক কর্মী নাঈম সুলতানা লিবন, ব্রাকের সমন্বয়বকারী প্রবাল সাহা, মহিলা উন্নয়ন কেন্ত্রের নির্বাহী পরিচালক নুরজাহান বেগমসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। নারীদের মাঝে ব্যাপক সচেতনতার লক্ষে এই কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানায় আয়োজকরা।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ