হাম এবং রুবেলা ভাইরাসজনিত দুটি মারাত্মক সংক্রামক রোগ। একজন আক্রান্ত রোগীর হাঁচি ও কাশির মাধ্যমে ছড়ায়। তবে শিশুদের মধ্যেই হাম রুবেলার প্রকোপ, জটিলতা এবং মৃত্যু বেশী দেখা যায়। হাম রুবেলা রোগ এবং এদের জটিলতার হাত থেকে বাঁচানোর উপায় হচ্ছে সঠিক সময় শিশুকে হাম রুবেলা টিকা দিয়ে সুরক্ষিত করা। আগামী ১৮ মার্চ হতে ১১ মার্চ এই ক্যাম্পেইন চলবে।
বৃহস্পতিবার দিনাজপুর জেনারেল হাপসাতালের অডিটোরিয়ামে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের জেলা অ্যাডভোকেসি মিটিং এ সভাপতির বক্তব্যে জেলা সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুস এসব কথা বলেন।
সিভিল সার্জন আরও জানান, এবার স্কুল পর্যায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮১৫ জন এবং কমিউনিটি’র ক্ষেত্রে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৮৫ হাজার ৫৫৪ জন।
বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস আয়োজিত এবং সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) স্বাস্থ্য অধিদফতর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় এই জেলা অ্যাডভোকেসি মিটিং অনুষ্ঠিত হয়।
সিভিল সার্জন ডা. আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সালেহ মো. মাহফুজুল আলম, জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাধায়ক ডা. আহাদ আলী। প্রজেক্টর দিয়ে উপস্থাপনা করেন ডা. পলব চক্রবর্তী।
সঞ্চালকের দায়িত্ব পালন করেন সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এনায়েত করিম