নোয়াখালীতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, জাতীয় শিশু দিবস, ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তন্ময় দাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী, পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদুর রহমান জাবেদ, শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মিলনসহ জেলা ও উপজেলার কর্মকর্তা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম