ক্লাস-পরীক্ষা চালু রাখার দাবিতে আন্দোলন করছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল দশটা থেকে আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ‘একাডেমিক ভবন এ’র সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।
জানা যায়, গত ২৯ ফেব্রুয়ারি পদার্থ বিজ্ঞান বিভাগের ত্রিশ বছর পূর্তি উৎসবে বহিরাগত শিক্ষক দ্বারা এক শিক্ষার্থী লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় বিভাগের কিছু শিক্ষক উপস্থিত থাকলেও এ বিষয়ে কোন বাধা প্রদান না করে উল্টো ওই বহিরাগত শিক্ষককে উৎসাহিত করে। এতে গত ২ মার্চ শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে পূর্বের ঘটনার জবাবদিহিতা ও বিভাগের ছাত্র উপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি পেশ করে। দাবি পেশের পরদিন (৩ মার্চ) বিভাগের কিছু নির্দিষ্ট শিক্ষার্থী ও লাঞ্ছনার শিকার শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের রুমে তলব করা হয়। তলবকৃত শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের রুমে প্রবেশ করলে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সেই রুমের সামনে অবস্থান নেয়। এসময় শিক্ষার্থীদের সাথে কিছু শিক্ষকের উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এর জের ধরে গত ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের নোটিশ টাঙ্গিয়ে দেয় বিভাগীয় প্রশাসন।
নাম প্রকাশে অনিচ্ছুক আন্দোলনরত এক শিক্ষার্থী জানান, আমাদের ক্লাস পরীক্ষা হঠাৎ কেন বন্ধ করে দেয়া হল আমরা এ বিষয়ে বারবার শিক্ষকদের কাছে জানতে চেয়েছি। কিন্তু এ ব্যাপারে শিক্ষকদের কেউ মন্তব্য না করে উল্টো আমাদেরকেই বিভিন্নভাবে ‘বেয়াদব’ ট্যাগ দেয়া হচ্ছে।
সার্বিক ব্যাপারে বিভাগীয় প্রধান ড. শামসুন নাহার বেগম বলেন, ‘শিক্ষার্থীদের সাথে আলোচনা চলছে। আমি এখন কিছু জানাতে চাচ্ছি না।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন