কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাক ও শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে লাকু মিয়া (৩২) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।
জানা গেছে, গত দুই মাস আগে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের বাক ও শারীরিক প্রতিবন্ধী একটি মেয়ে মাঠ থেকে ছাগল আনতে গেলে একই গ্রামের লাকু মিয়া তাকে কৌশলে ধর্ষণ করে। এ ঘটনার পরে অভিযুক্ত লাকু বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক অব্যাহত রাখে। পরে গত সোমবার মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তার অভিভাবক তাকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এরপর তার ধর্ষণ ও গর্ভধারণের বিষয়টি প্রকাশ পায়। পরে তার বাবা সোবহান আলী বাদি হয়ে ওই যুবককে আসামি করে বুধবার রাতে ভূরুঙ্গামারী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ তাকে বৃহস্পতিবার ভোররাতে গ্রেফতার করে।
লাকু মিয়া পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামের পনির উদ্দিনের ছেলে। তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানার ওসি ইমতিয়াজ কবির জানান,ধর্ষণের অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন