কারাগার একটি সংবেদনশীল ও স্পর্শকাতর প্রতিষ্ঠান হওয়ায় দায়িত্বশীল মনোভাব নিয়ে কর্তব্য পালন করতে হবে। কারাগারে দায়িত্ব পালনকালে অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় ভিন্নতর চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। কারাগারের নিরাপত্তা বিধানের পাশাপাশি বন্দিদের প্রতি মানবিক আচরণ প্রদর্শন ও প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অপরাধীদের চরিত্র সংশোধন করে সৎ জীবন যাপনের জন্য সমাজের পুনর্বাসনের লক্ষ্যে ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আর এ ধরনের উদ্যোগকে সফল করতে হলে কারা কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধি এবং যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান খুবই গুরুত্বপূর্ণ।
বৃহস্পতিবার সকালে গাজীপুরের কাশিমপুর কারা প্রশিক্ষন কেন্দ্রের অস্থায়ী ক্যাম্পাসে নবীন রিক্রুট ৫৭তম ব্যাচের কারারক্ষীদের বুনিয়াদী প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম কামাল পাশা এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল মো. আবরার হোসেন, ডিআইজি প্রিজন্স (সদর দপ্তর) টিপু সুলতান, ময়মনসিংহ বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো: জাহাঙ্গীর কবীর, চট্টগ্রাম বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. ফজলুল হক, রংপুর বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো. আলতাফ হোসেন, বরিশাল বিভাগের কারা উপ-মহাপরিদর্শক মো: তৌহিদুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সুপার রত্মা রায়, কাশিপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সুপার জাহানারা বেগম, কাশিপুর হাইসিকিউরিটি কারাগারের সুপার মো. সফিকুল ইসলাম, কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের সুপার হালিমা খাতুন প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার