নাটোরের নলডাঙ্গায় প্রাক্তন স্বামী ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত গৃহবধূ এমিলির উপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এক পর্যায়ে পুলিশ সদস্যরা এসে মানববন্ধন পন্ড করে দেয়। বৃহস্পতিবার দুপুরে নলডাঙ্গার সোনাপাতিল এলাকায় মানববন্ধন শুরু করে এমিলির পরিবার ও এলাকাবাসী।
এ সময় এমিলি অভিযোগ করেন, তার প্রাক্তন স্বামী মারপিটের ঘটনার মামলায় জামিনে এসে তাকে ও তার পরিবারকে হত্যাসহ নানা হুমকি প্রদান করছে। এ ব্যাপারে থানায় জিডি করলেও তাকে আটক করা হয়নি। তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে মানববন্ধনের শেষ পর্যায়ে হঠাৎ সেখানে উপস্থিত হন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যরা। এ সময় ওসি বলেন, আসামি জামিনে আছে তাকে পুলিশ কিভাবে আটক করবে? পরে মানববন্ধন শেষ হয়ে যায়। এ সময় সংবাদকর্মীদের প্রশ্নের মুখে ওসি ঘটনাস্থল ত্যাগ করেন।
বিডি প্রতিদিন/আল আমীন