মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তার পুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী মাসুম দেওয়ান (৩৫) নামের এক প্রবাসী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার পশ্চিম মুক্তারপুরে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে এই দুর্ঘনা ঘটে। নিহত মাসুম দেওয়ান শহরের উপকন্ঠ নয়াগাঁও পশ্চিম পাড়ার সামসুদ্দিন দেওয়ানের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাক মোটরসাইকেলকে সম্মুখ থেকে ধাক্কা দিলে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে একজন নিহত হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার