কক্সবাজারের চকরিয়ার সুরাজপুরে খুন ও ডাকাতির পৃথক ঘটনার জড়িত থাকার অভিযোগে দেশীয় তৈরি চারটি বন্দুকসহ মো. ফারুক (২৬) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উচিতারবিল মুসলিমনগর এলাকা থেকে তাকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্য মতে রাতে অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে ২টি লম্বা বন্দুক ও ২টি পাইপগান রয়েছে। ফারুক শাহারবিল ইউনিয়নের ডাকাতি ও সুরাজপুরে কৃষক হত্যার সাথে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। ফারুক ওই এলাকার শহর মল্লুকের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান বলেন, শাহারবিলে ডাকাতির ঘটনায় বাড়ির গৃহকর্তী খালেদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর থেকে পুলিশ কারা এ ঘটনার সাথে জড়িত থাকতে পারে অনুসন্ধানে নামে। পরে সুরাজপুর এলাকায় এক শাহাবউদ্দিন নামের এক কৃষককে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ দুটি ঘটনা মাথায় রেখে পুলিশ অভিযানে নামে। তদন্তের ভিত্তিতে বুধবার বিকালে ফারুককে ফাঁসিয়াখালী থেকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। ফারুককে ডাকাতি, হত্যা ও অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক