হবিগঞ্জের নবীগঞ্জে বিবিয়ানা বিদ্যুৎ প্ল্যান্টের সড়কের পাশে একটি জমি থেকে জাহেদ মিয়া নামে এক পান বিক্রেতার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশটি উদ্ধার করা হয়। জাহেদ মিয়া ওই উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রফিক মিয়ার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী।
পুলিশ জানায়, বুধবার রাতে শেরপুরবাজার থেকে তার দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে কেউ জাহেদকে হত্যা করে সড়কের পাশে জমিতে ফেলে যায়। সকালে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। নিহত জাহেদের মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নবীগঞ্জ ও বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সত্যতা নিশ্চিত করে জানান, জাহেদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। দ্রুত এ ঘটনার রহস্য উদঘাটন করা হবে বলে তিনি জানিয়েছেন।
বিডি-প্রতিদিন/শফিক