ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুর হোসেন বুলবুল বলেছেন, দেশকে এগিয়ে নিতে হলে আমাদের দরকার মেধাবী প্রজন্ম। তবে শুধুমাত্র স্কুলগুলোতে সুউচ্চ ভবন নয়, শিক্ষার মান বাড়াতে হবে। আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত কিভাবে ছাত্রছাত্রীদের পড়াশুনায় উন্নত করে শিক্ষিত করে তোলা যায়।
বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের মধুখালী উপজেলার শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণ কাজের উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে একথা বলেন।
শিক্ষার্থীদের পড়াশুনায় অধিক মনোযোগী হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, মাদককারবারিরা যাতে দেশটাকে ধ্বংস করতে না পারে সেজন্য সমাজে শিক্ষিত ছেলেমেয়েদের নেতৃত্ব গড়ে তুলতে হবে।
শ্রীপুর উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি এমএম বাবুল আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান বাচ্চু মৃধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা মানোয়ার। এসময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, অভিভাবক ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক