খাগড়াছড়ির গুইমারা উপজেলায় নিখোঁজের দুই দিন পর মোটরসাইকেল চালক আকিব উদ্দিনের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সিন্ধুকছড়ি ইউনিয়নের আগবাড়ি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
লাশ উদ্ধারের পর থেকেই সড়কে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে রাস্তা আটকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করে দেয় এলাকাবাসী। পরে আইন শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আকিব উদ্দিন গুইমারা উপজেলার কালাপানি এলাকার ইকবাল হোসেনের ছেলে।
গতকাল বুধবার দিবাগত রাতে মহালছড়ি থানা পুলিশ আকিব উদ্দিনের নিখোঁজের সাথে জড়িত সন্দেহে সাচিং মারমাসহ দুই যুবককে আটক করা হয়। গত ৩ মার্চ রাত দশটা থেকে নিখোঁজ হন আকিব। গুইমারা থানার ওসি বিদ্যুৎ বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি-প্রতিদিন/শফিক