কুড়িগ্রামে এসিড নিক্ষেপ মামলায় একজনকে ৭ বছরের কারাদÐ ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বৃহস্পতিবার কুড়িগ্রামের এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মুনসী রফিউল আলমের আদালত এ রায় দেন। জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামের আমিনুল ইসলাম।
আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাচিচর গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলামের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয় বাড়ি থেকে ফেরার সময় আমিনুলের বাড়ির সামনে পৌঁছলে এসিড নিক্ষেপের শিকার হন। এসিডে ঝলসে যায় তার শরীরের বিভিন্ন অংশ।
এ ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলসহ তার সহযোগী শফিকুল ইসলাম ও আবুল হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। মামলায় আসামিপক্ষের আইনজীবী ছিলেন রেহানা খানম বিউটি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি এস এম আব্রাহাম লিংকন।
বিডি প্রতিদিন/আল আমীন