বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদর আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জানতে হলে বেশি বেশি বই পড়তে হবে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, যুদ্ধে তার ভূমিকা, তার রাজনৈতিক দর্শনসহ নানা বিষয়ে এই দেশের লেখকরা অসংখ্য বই রচনা করেছেন।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট শহরের শেখ হেলাল উদ্দীন স্টেডিয়ামের প্রধান ফটকে জেলা ছাত্রলীগের খোলা বইয়ের স্টলের উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে তাদের লেখা বই সংগ্রহ করে নতুন প্রজন্মকে তা পড়ার উদ্যোগ নিতে হবে। নতুন প্রজন্ম যাতে বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়ে সঠিক ইতিহাস জানতে পারে সেজন্য ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা রাখতে হবে। ইতিহাস জানতে বই পড়ার কোন বিকল্প নেই। বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ তার উপর দেশের লেখকরা লেখা বই বাগেরহাটে ২৫ শতাংশ মূল্য ছাড়ে বিক্রির ব্যবস্থা নেয়ায় তিনি জেলা ছাত্রলীগ নের্তৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এরআগে এমপি তন্ময় সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে বাগেরহাটে মহিলা সমিতির ক্যান্সার, কিডনীসহ বিভিন্ন রোগে আক্রান্ত ১১৬ জন রোগিকে ৫৮ লাখ টাকা ও জেলার ৭৫ টি মহিলা সমিতির অনুকুলে চেক ১৩ লাখ ৭৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করেন।
বিকালে তিনি বাগেরহাট ফাউন্ডেশন আয়োজিত বাগেরহাট- ৪ আসনের প্রয়াত এমপি ডা. মোজাম্মেল হেসেনের স্মরণসভায় যোগ দেন।
বাগেরহাট ফাউন্ডেশনের স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার। এছাড়া এমপি তন্ময়ের এসব অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মামুনুর রশিদ, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাফুফের সদস্য চৌধুরী জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি ফিরোজুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসনা হেনা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, জেলা ছাত্রলীগের সভাপতি মো. মনির হোসেন, সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশানসহ প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন