মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই মেলার উদ্বোধন করা হয়। মুজিববর্ষ উপলক্ষে তাঁতবস্ত্র, হস্ত শিল্প পণ্য মেলার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম, সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো, সদর উপজেলা চেয়ারম্যান ইসরাফিল হোসেন প্রমুখ।
মানিকগঞ্জ প্রেস ক্লাব আয়োজিত মেলায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু। মাসব্যাপী মেলায় নানা পণ্যের স্টল স্থান পেয়েছে। এছাড়া শিশুদের খেলার জন্য স্থাপন করা হয়েছে ভিন্ন রকমের রাইড।
বিডি প্রতিদিন/আল আমীন