বাংলা নাটকের প্রবাদপুরুষ নাট্যাচার্য ড. সেলিম আল দীনের জন্মস্থান ফেনীর সোনাগাজীতে একটি সাংস্কৃতিক কেন্দ্র করার ঘোষণা দিয়েছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালেদ। বৃহস্পতিবার উপজেলার মঙ্গলকান্দি উচ্চ বিদ্যালয়ে মাঠে আয়োজিত ‘সেলিম আল দীন’ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এজন্য ৬০ শতাংশ জায়গা বরাদ্দের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। মেলাটি ৫দিন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, ফেনী-৩ আসনের সংসদ সদস্য লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। সভাপতিত্ব করেন ফেনীর জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।
বাংলা সংস্কৃতির বিকাশে বর্তমান সরকারের ভূমিকা উল্লেখ করে সাংস্কৃতিক প্রতিমন্ত্রী বলেন, বাংলা সংস্কৃতির উন্নয়ন ও বিকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সচেষ্ট রয়েছেন। তিনি বলেন, সেলিম আল দীন মেলাটি সরকারের অর্থায়নে হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সংস্কৃতির বিকাশে সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। তিনি বলেন, সেলিম আল দীনের সঙ্গে আমার বন্ধুর সম্পর্ক ছিল। আমার একসাথে অনেক সময় কাটিয়েছি, গল্প করেছি, খেয়েছি।
বৃহস্পতিবার (৫মার্চ) বিকাল সাড়ে চারটায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মেলার উদ্বোধন করেন। মেলায় প্রয়াত নাট্যকার সেলিম আল দীন রচিত নাটকের মঞ্চায়নের পাশাপাশি বইমেলা, পণ্য ও হস্তশিল্প মেলা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার