প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের মহাসড়কে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। এই দেশকে আরো উন্নয়ন করতে হলে, দেশের জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রুপান্তিরত করতে হবে। আর দক্ষ জনশক্তি গড়তে হলে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই।
বৃহস্পতিবার দুপুরে ফরিদপুরের বোয়ালমারিতে অবস্থিত শাহ জাফর টেকনিক্যাল এন্ড বিএম ইন্সটিটিউটের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার একথা বলেন। এ সময় তিনি শিক্ষার্থীদেরকে কারিগরি শিক্ষা গ্রহণ করে দেশের উন্নয়নে শরীক হওয়ারও আহবান জানান।
বোয়ালমারি উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের ব্যবস্হাপনা কমিটির সভাপতি ঝোটন চন্দ্রের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ মো: লিয়াকত হোসেন লিটন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বোয়ালমারি থানার ওসি মো: আমিনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আব্দুর রহিম, চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মো: সেলিমুজ্জামান লিটু প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার