ঝিনাইদহে বাদীপক্ষের মারধরে আহাদ আলী (৪৫) নামের একটি মামলার প্রধান আসামির মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মাহরাজপুর ইউনিয়নের কুলবাড়ীয়া বাজারে এ ঘটনা ঘটে। নিহত আহাদ কুলবাড়ীয়া গ্রামের মৃত মসলেম হাওলাদারের ছেলে।
নিহতের বোন জামেলা খাতুন অভিযোগ করেন, দুপুরে কুলবাড়িয়া বাজারে বসে ছিলো ভাই আহাদ আলী। এ সময় আমার বড় মামা ইসমাইল, তার ছেলে মোশারফ, নান্টু, নিছার উদ্দিন লোকজনদের সাথে নিয়ে বাজারে পেছনে একটি কলাবাগানে আহাদ আলীকে ব্যাপক মারপিট করে। পরে সেখানে সে অসুস্থ হলে পড়লে তাকে পুলিশে সোপর্দ করে। সেখান থেকে আহাদ আলীকে পুলিশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণাকরে। পরে তার লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় জড়িতদে গ্রেফতার ও শাস্তির দাবি করেছেন তিনি।
মহারাজপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য এরশাদ আলী জানান, গত কয়েকদিন আগে নিহত আহাদ আলী মামীর কোলে থাকা একটি বাচ্চাকে আদর করতে যান। এ সময় তার মামীর স্পর্শকাতর স্থানে হাত লাগলে সন্দেহবশত আহাদ আলীকে মারপিট করে তার মামা ও মামাতো ভাইয়েরা। এ ঘটনায় আহাদ আলীকে ১নং আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন তার মামা নিছার উদ্দিন। এরপর আহাদ আলী পলাতক ছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাজারে বসে থাকলে মামা ও মামাতো ভাইয়ের তাদের প্রতিবেশিৎীদের সহায়তায় আহাদ আলীকে বেধড়ক মারপিট করে। খবর পুলিশ বেতাই ক্যাম্পের এসআই আমীর হোসেন গ্রামবাসীর সহায়তায় আহাদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ময়নাতদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি-প্রতিদিন/মাহবুব