মাদক, জঙ্গীবাদ, বাল্যবিবাহ, ধর্ষণ, দুর্নীতি ও নকল প্রতিরোধ সভা এবং এর প্রতিরোধে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে ৫ শত শিক্ষার্থী। এসময় শিক্ষার্থীরা দেশপ্রেমকে সবুজ কার্ড প্রদর্শন করেন। বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজার সদরের কলাতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের আয়োজনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।
সভায় মাদক ও ধর্ষণকে লাল কার্ড দেখাতে কুমিল্লা থেকে বৃহস্পতিবার সকালে নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের ১১০ জন শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এতে দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে একটি বন্ধনও তৈরি হয় এবং তারা একসাথে শপথ নেয় সকল অন্যায়ের বিরুদ্ধে।
অনুষ্ঠান শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম মোল্লা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুর রহমান, নৈয়াইর সায়েন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন শিকদার, সাংবাদিক তৌফিক লিপু, ফুটবলার খোরশেদ আলম টাইগার, লাল সবুজ উন্নয়ন সংঘ কক্সবাজার জেলা শাখার সদস্য ফরহাদ, ফাহিম, সাগর, আজিম, অনন্য, অঙ্কিত ও শামীম প্রমুখ।
শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা করে নিজকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, কখনো মিথ্যা কথা না বলতে, ছেলেরা ২১ ও মেয়েরা ১৮ বছর বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ না হতে শপথ করান সংগঠনের সভাপতি কাওসার আলম সোহেল।
বিডি-প্রতিদিন/মাহবুব