কুমিল্লার লাকসামে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণামূলক ‘ক্যারিয়ার বিষয়ক কর্মশালা ও বইমেলা’ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন ভিক্টোরি অব হিউম্যানিটি অর্গানাইজেশনের উদ্যোগে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভার মেয়র অধ্যাপক আবুল খায়ের।
লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহিমের সভাপতিত্বে কোমলমতি শিক্ষার্থীদের সামনে ক্যারিয়ার সংক্রান্ত নানান বিষয়ে বক্তব্য রাখেন লেখক ও ইউথ লিডার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের এমবিবিএস শেষ বর্ষের শিক্ষার্থী রাকিব আল হাসান, ক্যারিয়ার ডেভেলপার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশলের শিক্ষার্থী তানভীর আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক শাহজাহান কবির, শামসুল আলম।
ভিক্টোরি অব হিউম্যানিটির সহ সভাপতি মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক জহিরুল কাইয়ূম অনিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, পরিবেশ ও পাঠাগার সম্পাদক হাসান মাহমুদ, নির্বাহী সদস্য জহিরুল কাইয়ূম ফিরোজ, শরীফ, রায়হান, তারেক প্রমুখ।
ক্যারিয়ার বিষয়ক কর্মশালার পাশাপাশি বইমেলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন