ঢাকার ধামরাইয়ে চৌহাট ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ও তার স্ত্রী ঝর্ণা আক্কার ও ছেলে জিসানকে কুপিয়ে হত্যাচেষ্টাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
বৃহস্পতিবার ধামরাই-কালামপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের বালিয়া সৈয়দবাড়ি মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় মানববন্ধনে অংশগ্রহণকারীরা হত্যা চেষ্টাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল কাশেম, স্থানীয় আহসান উল্লাহ, আবু মিয়া, জহিরুল ইসলাম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন