ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জুতার সোলে অভিনব কায়দায় ৯৮২ পিস ইয়াবা পাচারকালে দুই নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে চান্দুরা-আখাউড়া সড়কের উপজেলার পত্তন ইউনিয়নের টুকচাঁনপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মৃত হারিজ মিয়ার স্ত্রী হামিদা আক্তার (৪০) ও হরষপুর ইউনিয়নের নিদারাবাদ গ্রামের নান্নু মিয়ার স্ত্রী মনা বেগম (২০)। শনিবার বিকেলে বিজয়নগর থানা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, আটক দুই নারী বিপুল পরিমাণ ইয়াবা পাচার করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এসময় এক নারীর পায়ের জুতার সোলের ভেতরে ও অপর নারী শরীরে তল্লাশি করে ৯৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম